Home / খেলাধুলা / বোলিং ধার কি কমে যাচ্ছে?
বোলিং ধার কি কমে যাচ্ছে?

বোলিং ধার কি কমে যাচ্ছে?

বোলিংয়ের ধার কি কমে যাচ্ছে মুস্তাফিজের?  আইপিএলে শেষ চারটি ম্যাচের দিকে তাকালে তাই মনে হয়। যেখানে স্বভাববিরুদ্ধ ঢঙে রান দিচ্ছেন বেশী, আবার উইকেটও আসছে কম। ফিজ রহস্য কি তাহলে খোলাসা হয়ে যাচ্ছে?

রোববার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিবের কলকাতা ও মুস্তাফিজের হায়দরাবাদ।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বল হাতে এই ম্যাচে খুব বেশী চমক দেখাতে পারেননি কাটার বিস্ময় মুস্তাফিজ। ৪ ওভারে রান দিয়েছেন ৩২।

তবে উইকেট পেয়েছেন একটি। টানা তৃতীয় ম্যাচেই একটি করে উইকেট পেলেন মুস্তাফিজ।

প্রথম ওভারে দিয়েছেন মাত্র ৬ রান। তবে দ্বিতীয় ওভারে দেন ১৪ রান। তৃতীয় ওভারে দেন ৯ রান। তবে এই ওভারে পান জেসন হোল্ডারের উইকেটটি। ডেড ওভারে ভালো করেছেন মুস্তাফিজ। ১৯তম ওভারে তিনি দিয়েছেন মাত্র ৩ রান। এ ওভারে সাকিব আল হাসান ঠিকমতো বুঝতেই পারেননি মুস্তাফিজকে।

মুস্তাফিজের সর্বশেষ সেরা বোলিং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত আট মে। যেখানে ১৬ রানে নিয়েছিলেন তিন উইকেট। এরপর চারটি ম্যাচেই রান দিয়েছেন অনেক। পুনের বিরুদ্ধ ২৬ রানে উইকেটশূন্য। দিল্লির বিরুদ্ধে ৩৯ রানেও নেই উইকেটের দেখা।

তবে মোহালিতে পাঞ্জাবের বিরুদ্ধে ৩২ রানে এক উইকেট পান মুস্তাফিজ টানা দুই ম্যাচ খরা কাটানোর পর। এরপর দিল্লির বিরুদ্ধে ২৪ রানে পান একটি উইকেট।

সে তুলনায় আজ কলকাতার বিরুদ্ধে রানটা বেশীই দিলেন মুস্তাফিজ। ৩২ রানে এক উইকেট, এমন চিত্র ঠিক মুস্তাফিজের সঙ্গে যায় না। (বাংলামেইল)

: আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ২৩ মে ২০১৬, সোমবার
ডিএইচ