Home / চাঁদপুর / চাঁদপুর বিজয় মেলায় শিশু পরিবার ও মূক-বধির স্কুলের নৃত্যানুষ্ঠান
নৃত্যানুষ্ঠান

চাঁদপুর বিজয় মেলায় শিশু পরিবার ও মূক-বধির স্কুলের নৃত্যানুষ্ঠান

চাঁদপুর মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় এই প্রথম বারের মতো বাবুরহাট শিশু পরিবার ও মূক-বধির স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে।

এতিম শিশু ও মূক-বধির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করেছে।

বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার।

নৃত্যানুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, আমেনা আক্তার ও নৃত্য পরিচালনায় প্রশিক্ষক সোমা দত্ত। নৃত্য পরিবেশ করেন শিশু পরিবারের শিক্ষার্থী, ফাহিমা, নিতু, রহিমা, তানজিলা, ফেরদৌসী, আঁখি, বৃষ্টি, এমফ্লো, কুলসুমা, ডকিউ, রুপালী, সানজিদা, শান্তা, সানজি ও আঞ্জুমা।

মূক-বধির স্কুলের শিক্ষার্থী শ্রাবন, মুন্না ও জনি।

বার্তা কক্ষ, ৯ জানুয়ারি ২০১৯