চাঁদপুরের বাবুরহাট বাজারে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি, নোংরা পরিবেশ ও ডিজিটাল পাল্লা ব্যবহার না করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার (১৮ আগষ্ট) বিকেলে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানা।
চাঁদপুর জেলা মার্কেটিং অফিসার এন.এম. রেজাউল করিম বলেন, ‘বাবুরহাট বাজারের হাজী এন্টারপ্রাইজ স্টেশনারী দোকানে মেয়াদ উর্ত্তীর্ণ পন্য ও মার্কেটিং লাইসেন্স না থাকার কারণে নগদ ১০ হাজার টাকা, হাজী হোটেল এন্ড রেস্টুরেন্টের ভেতরে নোংরা পরিবেশের কারণে ৫ হাজার টাকা, বাবুরহাট বাজারের গরুর মাংসের বিক্রির দুই দোকানে ডিজিটাল পাল্লা ও মার্কেটিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৫শ’ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন চাঁদপুর টাইমসকে সুলতানা বলেন, ‘প্রাথমিক পর্যায়ে এসব ব্যবসায়ীদেরকে জরিমানা করে সতর্ক করে দেয়া হয়েছে। তারা সতর্ক না হলে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সিনিয়র করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১:৩০ পিএম, ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur