চাঁদপুর সদর উপজেলা ১নং ল²ীপুর মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৬মাসের জন্য সভাপতির মনোনয়ন সহ নতুন এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা’র এক পত্রে এই অনুমোধন দেয়া হয়। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সাংবাদিক মো. আজহার উদ্দিন মিয়াকে সভাপতি (র্বোড কতৃ মনোনিত) করা হয়। এছাড়াও উত্ত কমিটিতে পদাধিকার বলেন প্রধান শিক্ষকে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হাছান আলী (জেলা শিক্ষা কর্মকর্তা কতৃক মনোনিত) এবং অভিভাবক সদস্য আব্দুল জলিল বেপারীকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃক মনোনিত) সদস্য করা হয়েছে।
যার স্বারক নং কমিটি/২৩৭/চাঁদ/২১৮। তারিখ ২৮/৩/ ২০১৮ ইং।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur