Home / চাঁদপুর / চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন শুক্রবার
চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন শুক্রবার

চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির নির্বাচন শুক্রবার

শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ২০১৫/১৭ অর্থ বছরের নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে দুপুর বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের প্রার্থীরা সকল প্রকার-প্রচারণার শেষ সময় আজ রাত ৮ টা পর্যন্ত। ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন।

অপর দিকে ব্যবসায়ীদের এই নির্বাচনকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট।

চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী নির্বাচিন কমিশন সূত্রে জানা যায়, সমিতির মোট সদস্য রয়েছে ১৮৩জন। এবারের নির্বাচনে বাবুল-মিলন ও শরীফ-বাবর পরিষদ নামে ২টি প্যানেলে বিভক্ত হয়ে ১১টি পদে মোট ২২ জন প্রার্থী লড়াই করেছ।

বাবুল-মিলন পরিষদের রয়েছেন, সভাপতি পদে আনোয়ার হোসেন বাবুল, সিঃ সহ-সভাপতি পদে রনজিৎ রায়, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিলন, সহ-সভাপতি পদে মহিউদ্দিন পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক পদে শাখাওয়াত পলাশ, সাংগঠনিক সম্পাদক পদে দুলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে কাজী গোলাম হোসেন, কোষাদক্ষ পদে বিল্লাল হোসেন ও কার্যকরি সদস্য পদে মোহম্মদ আলী, সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম বাঁধন।

অপর দিকে শরীফ-বাবর পরিষদে রয়েছে সভাপতি পদে শরীফ উদ্দিন পাটোয়ারী, সিঃ সহ-সভাপতি পদে বাদল সাহা, সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন পাটোয়ারী বাবর, সহ-সভাপতি পদে আজিজ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক পদে তাজুল ইসলাম লিমন, কোষাদক্ষ পদে মো. ইসমাইল খান, দপ্তর সম্পাদক পদে মো. সোহেল ও কার্যকরি সদস্য পদে আবু জাফর মোল্লা বাবুল, আনোয়ার হোসেন দুলাল, অসিম মজুমদার।

কে হাসবে শেষ হাসি? জানতে চাইলে উভয় পরিষদের প্রার্থীরাই বিজয়ী হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

তবে ভোটাররা জানান ভিন্ন কথা। একাধিক ভোটারের সাথে আলাপকালে তারা জানান, যেহেতু এটি ব্যাবসায়ী সমিতির নির্বাচন, সেহেতু এখানের প্রত্যেক ভোটই অত্যন্ত বিচক্ষণ। সমিতির উপকারে আসে এমন ব্যাক্তিকেই তারা নির্বাচিত করতে চান। অনেক ভোটারের মুখ থেকে বেরিয়ে আসে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা। তারা জানান যে বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ইতোমধ্যেই তাদের সততা ও নিষ্ঠার প্রমাণ রেখেছেন। তাদের সঠিক নেতৃত্বের ফলে এই সমিতির একটি শক্ত ভীত তৈরী হয়েছে। তাছাড়া বিগত দিনগুলোতে আমাদের বিপদে-আপদে মুহূর্তেই তারা ছুটে এসেছেন। তাই ভোট দেয়ার ক্ষেত্রে তাদের ভালো কর্মকান্ডের কথা মাথায় রাখতে চান তারা।

তবে কিছু কিছু ভোটার ভোটগ্রহণ না হওয়া পর্যন্ত মুখ খুলতে রাজি নন অনেক ভোটার। সব শেষ ফলাফল পেতে ভোটারদের অপেক্ষা করতে হবে শুক্রবার রাত পর্যন্ত।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

।।  আপডেট: ১২:৪৫ পিএম, ১৯ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ