চাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এসএসএম দেলোয়ার হোসেন বলেন, চাঁদপুর ফ্রেন্ডস ক্লাব বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে আমি তাদের শুভেচ্ছা জানাই। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে ভুমিকা রাখবে। এ সংগঠনটি যেভাবে পথশিশুদের নিয়ে কাজ করে থাকে সেভাবে অন্যান্য সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। তাহলে সরকারের প্রথামিক শিক্ষা বাস্তবায়ন হবে। আমি আশা করি তাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
সংগঠনের সভাপতি মো. সজিব হোসেন বিজয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রণির পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাড. এটিএম মোস্তফা কামাল। অতিথিদের বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ সভাপতি মো. সিহাব হোসেন, মো. আক্তার হোসেন রণি, সহ সধারণ সম্পাদক মো. সেলিম হোসেন আগুন, মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মানিক, সহ সাংগঠনিক মো বুলবুল আহমেদ, মো. আব্দুল আউয়াল লস্কর, কোষাধ্যক্ষ এম শেরশাহ্, প্রচার সম্পাদক মো. বেনজির আহমেদ তন্ময়, সহ-প্রচার সম্পাদক মোরর্শেদ আলম মিশু, দপ্তর সম্পাদক মো. মিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা অন্তরা সরকার, গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, সদস্য আশ্রাফুল আলম জুয়েল, মোমেন সরকার, মো. আমিনুল ইসলাম, মো. মিরাজ পাটোয়ারী, আছমা বিনতে পাখি, মো. কামরুল হাসান, আকলিমা আক্তার ময়না, জান্নাতুল মাওয়া, শারমিন আক্তার শিমু, শারমিন আক্তার, ফয়জুন্নেসা, সালমা আক্তার, উম্মে হাবিবা লিজা, খাদিজা আক্তার, খাদিজা আক্তার, মাহিরা মালেকসহ সংগঠনের আন্যান্য সদস্যবৃন্দ।
আশিক বিন রহিম
আপডেট ১০:০৫ পিএম ০৫ নভেম্বব, ২০১৫ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur