Staff Corespondent:
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ৭ মার্চ শনিবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে চাঁদপুর সদর ও গতবারের চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিশু দিবস ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনবকল্পের প্রস্তুতি সভায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, চলতি মাসের শেষ দিকে অর্থাৎ ৩১ মার্চ থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হবে স্বাধীনতা দিবস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পর্কে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু বলেন, আমরা ফাইনাল খেলার জন্য মাঠ প্রস্তুত রেখেছি। আশা করি দু’দলের ফাইনাল খেলা দেখে দর্শকরা ভালো মানের খেলা উপভোগ করতে পারবে। ইতোমধ্যে ফাইনাল খেলা দেখার জন্য ব্যাপক চাঁদপুর শহরে মাইকিং করা হচ্ছে। (ফাইল ছবি)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur