মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার জহিরুল হক পাঠানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনসহ নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাঁরা মুক্তিযোদ্ধা জহিরুল হক পাঠানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, সাব সেক্টর কমান্ডার জহিরুল হক পাঠান শনিবার (২৭ জানুয়ারি) ঢাকায় তার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জে তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার, ২৭ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur