প্রবীণ রাজনীতিবিদ ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ বিএ’ র সুস্থতা কামনায় শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া সোমবার বাদআছর নাজিরপাড়া চাঁদপুর সরকারী কলেজ মসিজিদে অনুষ্ঠিত হয়েছে ।
মিলাদ পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছিরউদ্দিন আহামেদ ।তিনি তার বক্তব্যে প্রবীন এ রাজনীতিবিদের বিভিন্ন বিষয় তুলে ধরেন । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মাওলানা নিযামুল হক।
দোয়াতে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল বিন বাশার ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডঃ সলিমউল্লা সেলিম,মাহবুব আনোয়ার বাবলু,মুনির চৌধুরী,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান গাজী,শহর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ.জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদল নেতা কাইউম খান, চেয়ারম্যানের ছেলে শরীফউদ্দিন আহমেদ পলাশ,জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার , ১২ নং ওর্য়াড বিএনপির সভাপতি মিন্টু দেওয়ান,সাধারন সম্পাদক জাহাঙ্গীর গাজী সহ স্থানীয় মুসল্লিও এলাকাবাসী ।
: আপডেট ১০:৩০ পিএম, ১১ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur