“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম” এ শ্লোগানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জাল হোসেন পাটওয়ারী এসডু। এসময় তিনি বলেন, ১৯৭১ সালে ঐতিহাাসিক রেসকোর্স ময়দানে বর্তমানে সরোওয়ার্দী উদ্যানে ৭ই মার্চ বঙ্গবন্ধু যে ভাষন দিয়েছিলেন সেই ভাষনেই স্বাধীনতার ঘোষণা পেয়েছে। সেদিনের ১৮ মিনিটের ভাষন শুনে বাঙ্গালী জাতি সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশ মাতৃকাকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেন। আজ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ইউনেসকোর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদেরকে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সেদিন মুক্তিকামী মানুষ পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। আমাদের স্বাধীনতা, মানচিত্র ও পতাকা নিয়ে স্বড়যন্ত্র চলছে। জামাত শিবিরসহ বিরোধী বিএনপি শক্তি সরকারকে বেকাদায় ফেলতে এখনো কাজ করে যাচ্ছে। তাই আমাদের সবসময় সর্তক থাকতে হবে।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল হান্নান সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট পিপি রনজিত রায় চৌধুরী, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট হেলাল হোসাইন, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মঝি, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহআলম ফুটন, সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন হাওলাদার, জেলা যুব মহিলা লীগের সাংঠনিক সম্পাদক নামজা আলম, জেলা মৎস্যশ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি সোহেল বেপারী প্রমূখ।
সিনিয়র স্টাফ রিপোর্টার, ৭ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur