Tuesday, May 12, 2015 08:07:18 PM
শরীফুল ইসলাম :
চাঁদপুর শহরে রাস্তার ওপর ও ফুটপাতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
মেয়রের ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়ে যাওয়ার পর রোববার থেকে এ অভিযান শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
পৌরসভার একদল উচ্ছেদ কর্মী নিজস্ব গাড়িযোগে এ উচ্ছেদ অভিযান চালায়। শহরের পালবাজার ব্রিজ সংলগ্ন এলাকা, কালীবাড়ি মোড়, চিত্রলেখা, বাসস্ট্যান্ড, ছায়াবাণী মোড়, ষোলঘর, বিটি রোড মাথা, জিটি রোড মাথা, কোর্ট সংলগ্ন সড়ক, ওয়্যারলেস মোড়, বিপণীবাগ বাজার, শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তিন দিনে মোট ৫ শতাধিক ভাসমান দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পৌরসভার উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, শহরের বিভিন্ন সড়কে সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।