Home / চাঁদপুর / চাঁদপুর পুরাণবাজারের চিত্র অনেকটাই পাল্টে গেছে : মেয়র
চাঁদপুর পুরাণবাজারের চিত্র অনেকটাই পাল্টে গেছে : মেয়র

চাঁদপুর পুরাণবাজারের চিত্র অনেকটাই পাল্টে গেছে : মেয়র

ক্যাফে স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

সোমবার চাঁদপুর পুরাণবাজার লোহারপুল ‘ক্যাফে স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ঐতিহ্যগতভাবেই পুরাণবাজার একটি প্রসিদ্ধ ব্যাবসায়িক এলাকা। স্বাধীনতার পর এখানকার ব্যবসা-বাণিজ্যে কিছুটা ভাটা পড়লেও বর্তমান আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে পুরাণবাজার তার হারানো গৌরব ফিরে পেয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলেই নতুনবাজার পুরাণবাজার সেতুর কাজ সম্পন্ন হয়েছে। সেতুটি হওয়ায় অন্যান্য জেলার সাথে এখানকার যোগাযোগ বেড়ে গেছে। তাছাড়া চাঁদপুর পৌরসভার একাধিক উন্নয়নের ফলে এ এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে তাই চাঁদপুর পুরাণবাজারের চিত্র অনেকটাই পাল্টে গেছে। পুরাণবাজার এখন বসবাসের জন্য অন্যতম নিরাপদ একটি এলাকা।”

চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তমাল কুমার ঘোষ, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর লতিফ গাজী, সাবেক কমিশনার মাহফুজ বেপারী, ফরিদ আহম্মেদ বেপারী, আওয়ামীলীগ নেতা মফিজ বেপারী, মার্কেটের মালিক দেলোয়ার হোসেন দেলু বেপারী, যুবলীগ নেতা জিল্লুর রহমান, আলী আরশাদ, ফজলু মিজিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধানে ছিলেন ‘ক্যাফে স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে’র পরিচালক অমিত ঘোষ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মাওলানা মুফতি সাইফ।

প্রসঙ্গত, চাঁদপুর পুরাণবাজারে দুলাল মিষ্টান্ন ভান্ডারের একটি সহযোগী প্রতিষ্ঠান ‘ক্যাফে স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে’।

আশিক বিন রহিম

|| আপডেট: ০৮:০৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৫, সোমবার

 এমআরআর