Home / চাঁদপুর / চাঁদপুর পল্লীবিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
চাঁদপুর পল্লীবিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

চাঁদপুর পল্লীবিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ সকল কর্মকর্তা ও কর্মচারীদের সরকার ঘোষিত শতভাগ পে-স্কেলের বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও মানব বন্ধন সোমবার সকাল ৯ টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে খলিশাডুলী সমিতি -২ এর কার্যালয়ের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান নিয়ে অর্ধ দিবস পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।

মানব বন্ধনে বক্তরা বলেন সরকার ঘোষিত জাতীয় পে স্কেল ভেতন এখন থেকে বাস্তবায়ন না হলে কর্মবিরতিসহ তারা কঠোর আন্দলনে যাবেন।

সম্প্রতি সকল বিদ্যুৎ সংস্থা ও কোম্পানীকে ৭৫ % পে স্কেল প্রদানের অনুমোদন হলেও বিআরইবি তা বাস্তবায়নে গরিমশি করছেন। তাই সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

ইতোমধ্যে সঞ্চালন কোম্পানী পিজিসিবি আন্দোলনের মাধ্যমে ১২৩% পে স্কেল অনুমোদন করে নিয়েছে। তাই পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শতভাগ পে স্কেল বাস্তবায়ন এখন তাদের প্রাণের দাবি। মানব বন্ধনে সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply