কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ারুল কবীরের সভাপতিত্বে এসময় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর অনিমেষ চন্দ্র সূত্রধর,সিনিয়র শিক্ষক হুমায়ুন কবীর, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur