চাঁদপুর সদর নৌ-থানা পুলিশ মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করেছে।
রোববার (২৪ জুন) রাত সাড়ে আটটার সময় নৌ-থানার অফিসার ইনচার্জ মো.রেজাউল করিম ভুঁইয়ার নেতৃত্বে এসআই হাসান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ ঘাটে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ঘাটের পন্টুন জেটিতে অবস্থান করা নয়ন (২৩) ও সোহেল (২৪) নামে দু’জন যাত্রীর ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে ওই পরিমান গাঁজা উদ্ধার করা হয়।
আফিসার ইনচার্জ রেজাউল করিম ভুঁইয়া চাঁদপুর টাইমসকে জানান, ‘কুমিল্লা থেকে বোগদাদ পরিবহনের বাস যোগে আটককৃতরা গাঁজাগুলো বহন করে পাচারের উদেশ্যে ঢাকায় যাবার জন্য চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী বেশে অবস্থান করেন। আটক নয়ন ও সোহেলের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে তারা পুলিশকে জানায়।
এ ব্যাপারে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur