Home / চাঁদপুর / চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ, দু‌র্ভো‌গে যাত্রীরা
চাঁদপুর-নারায়ণগঞ্জ

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ, দু‌র্ভো‌গে যাত্রীরা

চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-রু‌টে অনি‌র্দিষ্টকা‌লের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ক‌রে‌ছে বাংলা‌দেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপক্ষ (বিআই‌ডব্লিউটিএ)।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী‌তে কা‌র্গো জাহা‌জের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডু‌বির ঘটনার পর ২১ মার্চ সোমবার সকাল ৬টা থে‌কে এই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করায় যাত্রীরা চরম দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছেন।

২২ মার্চ মঙ্গলবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষ‌য়টি না জানায় অনেক যাত্রী লঞ্চ ঘা‌টে এসে ফেরত যা‌চ্ছেন। তারা কর্তৃপক্ষের এমন উদাসিনতায় ক্ষোভ প্রকাশ করেছেন।

চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টের লঞ্চ মা‌লিক প্রতি‌নি‌ধি রুহুল আমিন হাওলাদার চাঁদপুর টাইমসকে জানান, শীতলক্ষ‌্যা নদী‌তে লঞ্চডু‌বির পর থে‌কে হঠাৎ ক‌রে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। ফ‌লে সোমবার থে‌কে এ রু‌টের ১৬‌টি ল‌ঞ্চের ম‌ধ্যে নিয়‌মিত চলাচলকারী ১৩‌টি লঞ্চ চলাচল ক‌রে‌নি। এতে যাত্রীরা সমস্যাতে প‌ড়ে‌ছেন। বিকল্প হি‌সে‌বে অনে‌কেই সড়ক প‌থে যাতায়ত কর‌ছেন।

চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টে চলাচলকারী সবক‌টি ল‌ঞ্চে নানা ত্রু‌টি র‌য়ে‌ছে। এসব লঞ্চ পরীক্ষা-নিরীক্ষার পর বিআই‌ডব্লিউটিএ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নে‌বে, কখন কোন লঞ্চ‌টি চল‌বে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রোববার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। এরপর থে‌কেইে বিআই‌ডব্লিউটিএ কর্তৃপক্ষ চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২২ মার্চ ২০২২