চাঁদপুর ত্রিনদীর মোহনায় ঘূর্ণী স্রোতে সাড়ে তিন হাজার বস্তা সিমেন্ট বোঝাই এমভি নূরে আলম নামে একটি বল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বল্কহেডে থাকা মাঝি-মাল্লাসহ ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ- বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমাদের লোকজন সেখানে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
বল্কহেডেরর শ্রমিকরা জনায় সকালে সুনামগঞ্জ থেকে তারা সাড়ে ৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে চাঁদপুরের পদ্মা,মেঘনা ও ডাকাতিয়ার মোহনায় আসলে ঘুর্ণিস্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তা ডুবে যায়।
তারা আরো জানান, সিমেন্টগুলো চাঁদপুর শহরের ক্রাউন সিমেন্টের ডিলারদের মালামাল ছিলো।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যক্ষদর্শী মুহাম্মদ ইমরান চাঁদপুর টাইমসকে জানায়, ‘বিকেল সাড়ে ৪ টার দিকে স্থানীয় নৌকা চালকদের সহায়তায় বল্কগেটটি উদ্ধার করা হয়েছে।’
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ০৫:০৩ পিএম, ১০ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ