চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকায় আগুনে আনোয়ার টিম্বার নামে করাত কল ও কাঠের বহু সংখ্যক গুড়ি পুড়েগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ১ মে সোমবার ভোর রাতে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর স্টেশনের দমকল বাহিনী ভোর ৫টার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সংবাদ পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।
আনোয়ারা টিম্বার মালিক শেখ আবুল খায়ের আবু জানান, একজন রিকশা চালক ও পাশে থাকা ট্রাকের চালক হেলফাররা আমাদেরকে আগুনে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আমার প্রতিষ্ঠানের অনেক কাঠ পুড়েগেছে। আগুনে কাঠ পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। স’ মিলের ঘরটি নির্মাণ করতেও আমার অনেক টাকার প্রয়োজন হবে।
এদিকে আনোয়ারা টিম্বার মালিক শেখ আবুল খায়ের এই ঘটনায় আজই চাঁদপুর সদর মডেল থনায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২ মে ২০২৩