Home / চাঁদপুর / চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ৩ দিনের আনন্দ ভ্রমণ
Chandpur Tv Forum pic
বান্দরবানে চিম্বুক, নিলগিরিসহ পাহারের অপরূপ সৌন্দর্য উপভোগ করেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা।

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ৩ দিনের আনন্দ ভ্রমণ

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম আয়োজিত আনন্দ ভ্রমণের প্রথমদিনে বুধবার দিনভর দেশের অন্যতম পর্যটন এলাকা বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বেড়ানো হয়।

মঙ্গলবার রাত ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ছেড়ে যাওয়া পদ্মা পরিবহনের বাসটি বুধবার সকাল ৭টায় বান্দরবান বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছে। এখানেই অবস্থিত হোটেল হিলটন-এ টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা পরিবার-পরিজন নিয়ে অবস্থান নেয়।

বান্দরবান জেলায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যদের বরণ করে নেন বিটিভি’র বান্দরবান জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম (মানু) এবং সাংবাদিক বশির আহমেদ। বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শনের ক্ষেত্রে তাঁরা দু’জন আন্তরিকভাবে সহযোগিতা করেন।

সকালের নাস্তা সেরে শুরু হয় টেলিভিশন সাংবাদিক ফোরামের আনন্দ ভ্রমণের কার্যক্রম। ‘চাঁদের গাড়ি’ নামে খ্যাত ৩টি জিপ গাড়িযোগে সংগঠনের সদস্যরা ‘চিম্বুক’ পাহারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে কিছু সময় কাটানোর পর ‘নিলগিরি’ পাহারের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু হয়। স্থানীয় রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে শৈলপ্রভাত এলাকায় পাহারের ঝর্ণা’র সৌন্দর্য্য অবলোকন করা হয়। এরপর বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান ‘স্বর্ণমন্দির’ -এ টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা কিছু সময় কাটায়। পরে ‘নিলগিরি’ পাহারের উদ্দেশ্যে যাত্রা শুরুর পর সেখানে পৌঁছে সন্ধ্যার ‘সূর্যাস্ত’ অবলোকন করা হয়।
আজ বৃহস্পতিবর সকাল ৮টায় সংগঠনের সদস্যরা ‘কক্সবাজার’-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এখানে দু’দিন অবস্থানের পর শুক্রবার বিকেলে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যরা।

প্রসঙ্গত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবারই প্রথম ৩ দিনের বান্দরবান ও কক্সবাজার জেলায় আনন্দভ্রমণের আয়োজন করে। আনন্দ ভ্রমণের নেতৃত্বে রয়েছেন সংগঠনের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১০:১৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার
ডিএইচ