অনলাইন নিউজ চাঁদপুর টাইমসের ৩য় বর্ষ পদার্পণে মাসব্যাপি কর্মসূচি বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল কেক কেটে উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে জেলা প্রশাসকের সাথে চাঁদপুর টাইমস পরিবারের সৌজন্য সাক্ষাৎ হয়।
পোর্টালটির প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, মোহনা টিভির চাঁদপুর প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর টাইমসের যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিম, সিনিয়র করেসপন্ডেন্ট শরীফুল ইসলাম, মডারেটর আহমদ উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট কবির হোসেন মিজি, মাজহারুল ইসলাম অনিক, শিফট ইনচার্জ ফজলুর রহমান, করেসপন্ডেন্ট আনোয়ারুল হক, ইউসুফ মিজি, নাছির উদ্দিন শুভ, হান্নান প্রমুখ।
পরে জেলা প্রশাসকের হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা স্মারক ও দেশসেরা জেলা প্রশাসককে নিয়ে লেখা চাঁদপুর টাইমস সম্পাদকীয় তুলে দেন।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur