কচুয়া

চাঁদপুর টাইমসের সংবাদ প্রকাশের পর কচুয়ায় ব্রীজ নির্মাণের আশ্বাস

চাঁদপুর কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের খলাগাঁও-বিতারা খালের উপর সাঁকোতে একটি ব্রীজ নির্মাণের এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। চাঁদপুর টাইমসে বুধবার (২ নভেম্বর) ‘কচুয়ায় একটি ব্রীজ পাল্টে দিতে পারে ৫ গ্রামের চিত্র’ শিরোণামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নজরে আসে এবং বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন ও উপজেলা প্রকৌশলী মো. হাবিব আহসান সাঁকোটি সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তিনি উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন- খলাগাঁও-বিতারা খালের উপর এবং বিতারা আলিম মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ পাশে একটি ছোট ব্রীজ (কালভার্ট) এ অঞ্চলের হাজারো মানুষের চলাচলের কথা চিন্তা করে অচিরেই এ স্থানে ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

প্রসঙ্গত, সংবাদটি আরো ক’টি স্থানীয় দৈনিক ও জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী চাঁদপুর টাইমস প্রতিবেদককে পূর্বের সংবাদের প্রিন্ট কপি দেখান।

এ সংক্রান্ত আগের প্রতিবেদন-কচুয়ায় একটি ব্রীজ পাল্টে দিতে পারে ৫ গ্রামের চিত্র

About The Author

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
Share