আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব ও সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর কেন্দ্রিয় শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ,কোষাধ্যক্ষ আলমগীর হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, প্রচার সম্পাদক শ্যামলসরকার,শাহআলম খান।
অপরদিকে মহান ২১ শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেল। সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জয়েন কো-অর্ডিনেটর জায়েদুর রহমান
জহির ও জয়েন কো-অর্ডিনেটর মনির হোসেন খানের নেতৃত্বে রাত সাড়ে ১২ টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। এ শ্রদ্ধার্ঘ্য অর্পন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের জয়েন কো-অর্ডিনেটর চাঁদপুর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ লেডী প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক
বদরুল হক শামীম (শিক্ষা ফোরাম), জয়েন কো-অর্ডিনেটর সৈয়দ আহমেদ, ইকবাল খান, সন্মানীত সদস্য রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপু, শম্ভুনাথ, সুভাষ, গফুর বেপারী, সফিকুর রহমান, মনির হোসেন, দিলদার হোসেন মিঠু, খোকাসহ ৮৮ এর আরো অনেক বন্ধুরা।
স্টাফ করেসপন্ডেট, ২১ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur