Home / চাঁদপুর / ভাষা শহীদদের প্রতি চাঁদপুরের সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
ভাষা শহীদদের

ভাষা শহীদদের প্রতি চাঁদপুরের সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পুষ্পস্তবক অর্পণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন।

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষে জেলা প্রশাসক, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, চাঁদপুর এলজিইডির পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বিশ্বাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুরের পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি এএইচএম আহসান উল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও সিআইডি চাঁদপুর, চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা, পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর পৌর কর্মচারী সংসদ, চাঁদপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, চাঁদপুর সরকারি আইন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুর জেলা কার্যালয়, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সিটিউট চাঁদপুর জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা, গণফোরাম চাঁদপুর জেলা কমিটি, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিস, বিএডিসি উপপরিচালক চাঁদপুর কার্যালয়, রূপালী ব্যাংক লিমিটেড চাঁদপুর জোনাল অফিসসহ অন্যান্য সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, চাঁদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রফিকুল ইসলাম (এমআর) বাবু।

এছাড়াও অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী জেলা জুড়ে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।

স্টাফ করেসপন্ডেট, ২১ ফেব্রুয়ারি ২০২৩