Home / চাঁদপুর / চাঁদপুর জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া
যুবলীগের

চাঁদপুর জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া

২১ আগস্ট গ্রেনেড হামলা, বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর জেলা যুবলীগ।

সোমবার বিকেলে শহরের হাজী মহসীন রোডস্থ সাবেক ছায়াবানী সিনেমা হলের সামনে জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।

জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী।

এছাড়া বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য নিলু হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিটন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ করিম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন সুমন, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ, বাংলাদেশ তাতী লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা নূর মোহাম্মদ পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা অ্যাড. খালেদ মোশাররফ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লুৎফুর রহমান, ঢাকা মহানগর যুবলীগের সদস্য হোসাইন মাহমুদ হোসেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক ত্রন ও সমাজ কল্যাণ সম্পাদক কালাম বকাউল,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলু মিয়াজী।
বক্তারা বলেন, ২০০৪ সা‌লের ২১ আগষ্ট আওয়ামী লী‌গের সন্ত্রাস বি‌রোধী শা‌ন্তি সমাবে‌শে গ্রেনেড হামলা ছিল সে‌দিন ক্ষমতাসীন ‌বিএন‌পি জামায়াত জোট সরকারে সুপ‌রিক‌ল্পিত হামলা। সে‌দিন জন‌নেত্রী শেখ হা‌সিনা প্রা‌ণে বেঁচে গে‌লেও সা‌বেক প্রয়াত প্রেসি‌ডেন্ট জিল্লুর রহমা‌নের স্ত্রী নারী নেত্রী আই‌ভি রহমান, ঢাকার মেয়র হা‌নিফ, চাঁদপু‌রের হাইমচর উপ‌জেলার কুদ্দুস পাটওয়ারী, মতলব উত্ত‌রের আ‌তিক সহ ২৪ জন নেতাকর্মী নিহত হ‌য়ে‌ছি‌লেন। সে‌দি‌নের সেই ভয়াবহ হামলার মাস্টার মাইন্ড ছি‌লেন তৎকালীন জোট সরকা‌রের স্বররাষ্ট্রমন্ত্রী বাবর ও খা‌লেদা জিয়া পুত্র তা‌রেক রহমান। গ্রেনেড হামলার রায় হয়েছে, তবে সরকারের প্রতি আহ্বান জানাই, রায় দ্রুত কার্যকর করা হউক।
আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২১ আগস্ট ২০২৩