বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা সোমবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে মো. আব্দুল মালেক মিয়াজী সাধারণ সম্পাদক পদে এম.টি মো. আহসান হাবীব ফিরোজ নির্বাচিত হন।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ) প্রতিষ্ঠাতা মহাসচিব এম.টি মো. জহিরুল ইসলাম সরকার।
জেলা শাখার সভাপতি এম.টি মো. শামীম পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.টি মো. ফয়েজ আহমেদের পরিচালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভা শেষে ৩টি পদে ৬জন প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫০ জন ভোটারের মধ্যে ১৩৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন।
নির্বাচনে ৯১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মো. আব্দুল মালেক মিয়াজী। তার নিকটতম প্রতিদ›িদ্ব এম.টি মো. শামীম পাটওয়ারী পেয়েছেন ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে এম.টি মো. আহসান হাবীব ফিরোজ ৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ›িদ্ব এম.টি মো. ফয়েজ আহমেদ পেয়েছেন ৬৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মানিক মজুমদার সোহাগ ৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ›িদ্ব এম.টি মো. হারুন অর রশীদ মিলন পেয়েছেন ৫৮ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. আকতার হোসেন। নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন ডা. মো. মাসুদ হাসান, মো. মনির হোসেন পাটওয়ারী ও মো. আমজাদ হোসেন।
মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur