চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গণবিজ্ঞপ্তি জারি করেছেন। বুধবার ১৪ এপ্রিল থেকে আগামি ২১ এপ্রিল পর্যন্ত আট দিন বিধি-নিষেধ মানাতে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভাগসহ কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশে চাঁদপুর জেলা প্রশাসন।
সোমবার ১২ এপ্রিল জন প্রশাসন কর্র্তৃক ভিডিও বার্তায় এ নির্দেশনা দেয়ার পর চাঁদপুর জেলা প্রশাসন ৭ টি নির্দেশনা দিয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। করোনা ভাইরাস রোগজনিত বিস্তার রোধে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নিদের্শেনা ১৪ এপ্রিল হতে ২১ এপ্রির মধ্যরাত পর্যন্ত মানতে এ গণবিজ্ঞপ্তি দেয়া হয়।
করেসপন্ডেন্ট, ১৩ এপ্রিল ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur