চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের বিদায়জনিত কারণে চাঁদপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন কাজী মাহবুবুল হক, ভাইস প্রেসিডেন্স বিএম হারুনুর রশীদ, জিকরুল হাসান, ফাস্ট প্রেসিডেন্স মোস্তাক হায়দার চৌধুরী, মো. সাকি কাউসার, মাহবুবুর রহমান খান, ডিরেক্টর আহসান উল্লাহ খান বাতেন, যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম খান সেলিম, লায়ন জুয়েল, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন ইমাম হাসান রাসেল গাজী।
সৌজন্যে সাক্ষাত শেষে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট প্রদান করা হয়।
তারা জানান, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল লায়ন্স ক্লাবের সদস্য হয়ে চাঁদপুর থেকে তিনি আমেরিকায় ভ্রমণ করেছিলেন। তার পুরো পরিবারকে লায়ন্স ও লিউ ক্লাবের সদস্য করে নেয়া হয়েছে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur