চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১২ মে সকাল ৯টায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
বুধবার (১৯ এপ্রিল) বিকেলে ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের জেলা কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. অদুদ ভূঁইয়া নির্বাচন তফসিল ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল ঘোষনা পত্রে যা উল্লেখ করা হয়েছে : মনোনয়নপত্র প্রদানে সর্বশেষ তারিখ ২২ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২৪ এপ্রিল সকাল ১১ টায়। মনোনয়নপত্র প্রত্যাহার ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। এছাড়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ এপ্রিল সকাল ১১ টা থেকে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম দাদন, খোরশেদ আলম আখন্দ, ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল পাটওয়ারী, কার্যকরী সভাপতি খোকন গাজী, সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, সহ-সম্পাদক মিজান গাজী, সাংগঠনিক সম্পাদক কবির সরকার, অর্থ সম্পাদক পীর মোহাম্মদ বাবুল, দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক বিল্লাল দিদার, লাইন সম্পাদক হারুন গাজী, কার্যকরী সদস্য মনির হোসেন, ইমন হোসেন পাটওয়ারী, শ্রমিক নেতা শেখ নুর মোহাম্মদ, আবুল খায়ের, সদস্য আজিম গাজী প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১২ মে মোট ১৩ টি পদে ৮শতাধিক ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।
প্রতিবেদক- শরীফুর ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur