Home / চাঁদপুর / চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাথে ড. মহিউদ্দীন খান আলমগীরের মতবিনিময়
আওয়ামী লীগের

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাথে ড. মহিউদ্দীন খান আলমগীরের মতবিনিময়

চাঁদপুর-১ কচুয়া আসনের সাংসদ ও সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে মানুষ সেবা পাচ্ছে। দেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের আশা হবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আমাদের শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন চাই না, আমরা সমাজের সকলকে নিয়ে একটি সম্প্রিতি সৃষ্টি করতে চাই। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই। আগামী ৫ বছরের মধ্যে দেশে আলোকিত সমাজ হবে। যেখানে কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সব শ্রেণী পেশার মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে কাজ করবে।

২৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে শেখ হাসিনাকে আমরা আবারও নির্বাচিত করে দেশ লুন্ঠনকারীদের সমুচিত জবাব দেব। কচুয়া থেকে চাঁদপুর আসার পথে রক্ষ্য করলাম শহরে অনেক অটোরিক্সা চলছে। একসময় মানুষ পা দিয়ে রিক্সা চালাতো। মানুষের জীবন যাত্রার অনেক পরিবর্তন হয়েছে। আয় বেড়েছে। অর্থনৈতিক পরিবর্তন হয়েছে। আগামী নির্বাচনে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে জয়ী করতে আমাদের যা যা দরকার তা তা করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।

এসময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জান কিরন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৭ জানুয়ারি ২০২৩