সারাদেশের ন্যায় চাঁদপুরে একযোগে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সাটিফিকে (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষায় চাঁদপুর জেলায় ৯ শ’ ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
বুধবার (১ নভেম্বর) বাংলা ১ম পত্র এবং কুরআন মাজীদ ও তাজবীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক কার্যলয়ে শিক্ষা শাখা সূত্রে জানা যায়, কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ৭৩টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৪৭ হাজার ১শ’ ৩৩ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে অজ্ঞাত কারণেই ৯শ’ ৯৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা থেকে বিরত থাকে।
এতে প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ৪৬ হাজার ১শ’ ৩৬ জন ছাত্র-ছাত্রী। জেএসসি পরীক্ষায় ৪৯ টি কেন্দ্রে ৩৭ হাজার ৫শ’ ৫৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬শ’ ২৯ জন অনুপস্থিত ছিলো। পরীক্ষায় অংশ নেয় ৩৬ হাজর ৯ শ’ ২৯ জন। জেডিসি পরীক্ষায় ২৪টি কেন্দ্রে ৯ হাজার ৫শ’ ৭৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৩ শ’ ৬৮ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত থাকে। পরীক্ষায় অংশ নেয় ৯ হাজর ১ শ’ ৬৭ জন।
চাঁদপুর সদর উপজেলার জেএসসিতে পরীক্ষায় বিরত থাকে ৯৭ জন, জেডিসি ৭৯ জন অনুপস্থিত থাকে। হাজীগঞ্জ উপজেলায় জেএসসিতে ৮৯ জন, জেডিসি ৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। শাহরাস্তি উপজেলায় জেএসসিতে ৩৪ জন, জেডিসি ৩০ জন অনুপস্থিত থাকে। মতলব দক্ষিণ উপজেলায় জেএসসিতে ৭২ জন, জেডিসি ৩৩ জন। মতলব উত্তরে জেএসসিতে ১শ’ ২ জন, জেডিসি ২২ জন। ফরিদগঞ্জ উপজেলায় জেএসসিতে ৯১ জন, জেডিসি ৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। কচুয়া উপজেলায় জেএসসিতে ১শ’ ৩০ জন ও জেডিসি ৮৬ জন পরীক্ষার্র্থী অনুপস্থিত থাকে। হাইমচর উপজেলায় জেএসসিতে ২৭ জন, জেডিসি ১৯ জন। এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীরা অনুপস্থিত ছিলো বেশি। জেলায় ছাত্র অনুপস্থিত ৪ শ’ ৪৬ জন এবং ছাত্রী অনুপস্থিত ছিলো ৫শ’ ৩৪ জন।
প্রথম দিনের পরীক্ষায় চাঁদপুর জেলার ৮টি উপজেলায় কোন পরীক্ষার্থী অসাধু উপায় অবলম্বের দায়ে বহিঃস্কার হয়নি। সকাল সাড়ে ১০ টায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও বাবুরহাট এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ১১:০৩ পিএম, ১ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur