বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দ্বি-বার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে গতকাল ১৪ জানুয়ারি বৃহস্পতিবার ভোটারগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চাঁদপুর শহরস্থ কুমিল্লা রোডের স্বর্ণ মার্কেটে অনুষ্ঠিত নির্বাচন সকাল ১১ টায় শুরু হয়ে নির্ধারিত সময় ৪টার পূর্বেই শেষ হয়ে যায়। ৯৬ জন ভোটারের মধ্যে সকলেই তাদের রায় প্রদান করেন।
বিকেল সাড়ে ৪ টায় প্রার্থী, সমর্থকদের উপস্থিতিতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোঃ হাবিবুর রহমান হাবিব বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ সদস্য বিশিষ্ট কমিটির ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন সভাপতি খোকন কর্মকার প্রাপ্ত ভোট ৫৮, সিনিয়র সহ-সভাপতি-গৌরাঙ্গ কর্মকার প্রাপ্ত ভোট ৬৭, সহ-সভাপতি জয়রাম রাম প্রাপ্ত ভোট ৩৬, মোঃ ফারুক মিয়া প্রাপ্ত ভোট ৩৪, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রাপ্ত ভোট ৫৪, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত সরকার প্রাপ্ত ভোট ৫১, দপ্তর সম্পাদক শান্তকর্মকার প্রাপ্ত ভোট ৬৭।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হলেন তারা হলেন সাংগঠনিক সম্পাদক রঞ্জন ঘোষ, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার ও সদস্য সুবল সরকার। নির্বাচিত কমিটি আরো ১ জন সদস্য মনোনীত করবেন।
নির্বাচন পরিচালনায় সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাখাল দত্ত, বিশ্বনাথ সাহা, অমর চন্দ্র দাস, রাজীব ঘোষ।
নির্বাচনকালীন পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শরীফ চৌধুরী, যু্গ্ম সাধারণ সম্পাদক লক্ষ্ম চন্দ্র সূত্রধর, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ নজরুল ইসলাম। নির্বাচিত কমিটি জুয়েলার্স সমিতি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজ ডেস্ক || আপডেট: ১২:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur