Home / কৃষি ও গবাদি / দলকে গতিশীল করতে শুরু হচ্ছে বিএনপির পুনর্গঠন
দলকে গতিশীল করতে শুরু হচ্ছে বিএনপির পুনর্গঠন

দলকে গতিশীল করতে শুরু হচ্ছে বিএনপির পুনর্গঠন

দল পুনর্গঠনের বিষয়টি গতিশীল করতে বৈঠক করেছেন বিএনপি নেতারা। ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনের আগেই দল পুনর্গঠন করতে চায় তারা। এ বিষয়ে দলীয় প্রধানের নির্দেশনা আছে বলে জানা গেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ দলের বিভাগীয় সম্পাদকরা।

বৈঠক সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই দল পুনর্গঠনের কাজ শেষ করতে হবে— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন নির্দেশনা আছে। এ ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার অজুহাত গ্রহণযোগ্য হবে না। তৃণমূলে মেয়াদোত্তীর্ণ, স্থগিত ও আহ্বায়ক কমিটিগুলো পুনর্গঠন করতেও বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, নাটোর ও টাঙ্গাইলসহ বেশ কয়েকটি জেলায় দল পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওই সব জেলায় দ্রুত কাউন্সিল দিতে দলীয় প্রধানের নির্দেশনা রয়েছে।

বৈঠকে উপস্থিত এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় চেয়ারপারসনের কাছে সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়েছে। এটা তাদের নিয়মিত বৈঠকেরই অংশ। পৌর নির্বাচনের জন্য দলের পুনর্গঠন কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। সেটি পুনরায় গতিশীল করতে নির্দেশনা দিয়েছেন চেয়ারপারসন।

এদিকে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বুধবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান সদ্য কারামুক্ত দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। চেয়ারপারসন ওই সময় সিনিয়র নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে দল পুনর্গঠনের অগ্রগতির বিষয়ে জানতে চান এবং দ্রুত তা সম্পূর্ণ করার তাগিদ দেন বলেও জানা গেছে।

ওই সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান প্রমুখ।

প্রসঙ্গত, রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী মার্চের শেষ সপ্তাহে ভোট গ্রহণ শুরু হবে।

নিউজ ডেস্ক || আপডেট: ১১:২২ এএম, ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর