Home / জাতীয় / চাঁদপুর ছাড়া দেশের ৩৮ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন
Nirbachon Comissionar

চাঁদপুর ছাড়া দেশের ৩৮ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হবে। এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর মধ্যে নেই চাঁদপুরের নাম।

বুধবার দুপুর ১২টায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, আজকেই এ তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সীমানা নিয়ে কারো আপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত আকারে প্রকাশ করবে কমিশন।

জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণ-সংক্রান্ত বিশেষজ্ঞদের প্রতিবেদন পেশ করা হয় বৈঠকে। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি এ রিপোর্ট গ্রহণ করে।

প্রসঙ্গত, চাঁদপুর-১ আসন কচুয়া উপজেলাসহ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ছিলো। আর চাঁদপুর-২ আসন মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাদ দিয়ে অন্যান্য ইউনিয়ন নিয়ে গঠিত ছিলো।

২০১৩ সালে চাঁদপুরের এ দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশন অবশেষে নারায়ণপুরকে চাঁদপুর-১ আসন থেকে বাদ দেয়। এর ফলে চাঁদপুর-১ আসনের সীমানা সমগ্র কচুয়া উপজেলা নিয়ে বহাল হয় এবং চাঁদপুর-২ আসনে নারায়ণপুর ইউনিয়ন সংযুক্ত হয়।

চাঁদপুর টাইমস রিপোর্ট