চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীর আলী আহাম্মদ বেপারী (৩৬), মোঃ শাকিল বেপারী (২০), জাকির হোসেন ও মো. মারুফ মোল্লা (১৯)কে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাজা জব্দ করা হয়। আটক ৪ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
অপর অভিযানটি চালানো হয় শহরের স্ট্যান্ড রোডে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোতাহার হোসেন তাকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩০) কে আটক করেছে।
মোহাম্মদ আলী চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডের নদীরপাড়কান্দি (বেগমের বাড়ী) মৃত হাসমত আলী বেপারীর ছেলে।
জেলা পুলিশ থেকে জানানো হয়, আটক মোহাম্মদ আলীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur