চাঁদপুর কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয় সভা মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার শামছুন্নাহার বলেন, প্রতি মাসে কমিউনিটি পুলিশিং এর মাসিক সভা করতে হবে।
মাদক, ইভটিজিং, নারী নির্যাতনসহ নানা অপকর্মের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। মাদকের ব্যাপারে ওয়ার্ড ভিত্তিক কমিটির সদস্যগণ তথ্য প্রদান করতে হবে। সকলে মিলে প্রতিটি বাড়িতে বাড়িতে কোন মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও নারী নির্যাতনকারী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিঘ্রই ৫ সদস্য বিশিষ্ট মোবাইল সার্ভিসিং কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। এ কমিটিতে কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ অর্ন্তভুক্ত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মদ, কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা সফিউদ্দিন আহম্মদ, আলহাজ¦ ওসমান গণি পাটওয়ারী, সাবেক সভাপতি ডাঃ এ কিউ রুহুল আমিন, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫ এর সভাপতি কাজী শাহদাত, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জি এম শাহবুদ্দিন প্রমুখ।
সভা শেষে নতুন কমিটি ঘোষনা করে জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুফী খাইরুল আলম খোকন, কোষাধ্যক্ষ হাফেজ আহম্মদ, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সালেহ আহম্মদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক ও পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক সাহেদুল হক মোরশেদ কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
ডিএইচ