Home / চাঁদপুর / চাঁদপুর ইব্রাহীমপুরে ইটভাটা থেকে টাকা ক্ষতিপূরণ আদায়
Eat bata it bata
প্রতীকী ছবি

চাঁদপুর ইব্রাহীমপুরে ইটভাটা থেকে টাকা ক্ষতিপূরণ আদায়

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বিক্স ফিল্ড (ইটভাটা)থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন বৃহস্পতিবার (২৯ মার্চ) চাঁদপুর টাইমসকে এ তথ্য জানান।

অনুমোদনহীন পরিচালনার কারণে ২০মার্চ প্রতিষ্ঠানটির কাছ থেকে এ ক্ষতিপূরণ আদায় করে চট্টগ্রাম অঞ্চল পরিবেশ অধিদপ্তর।

গত ২০মার্চ চট্টগ্রাম অঞ্চল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ইটভাটার উদ্যোক্তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয় ।

এ টাকা ২৭ মার্চের মধ্যে জমা দেয়ার নির্দেশনা ছিলো। নির্দেশনা অনুযায়ী ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক বরাবর নির্ধারিত কোডে ক্ষতিপূরণ জমা দেন ।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন জানান , পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক- আনোয়ারুল হক