Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মিনিস্টার মতলব শো-রুমের সেমিনার
matlab-minister

মিনিস্টার মতলব শো-রুমের সেমিনার

মিনিস্টার মতলব শো-রুমের আয়োজনে গত ২৯ মার্চ সন্ধ্যায় ‘আমার পণ্য, আমার দেশ- গড়বো বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রতিষ্ঠানটির ইনভেস্টর এস এম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোম্পানির ডিভিশনাল ম্যানেজার মো. রাকিবুল ইসলাম ভূইয়া, শো-রুমের ম্যানেজার জাকির হোসেন, নাছির উদ্দিন।

সেমিনারে বক্তারা বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড গুনে ও মানে সুনামের সাথে গ্রাহক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। মিনিস্টার পন্য ব্যবহারের সুযোগ সুবিধা এবং নতুন নতুন পন্য সম্পর্কে বাস্তবতা তুলে ধরা হয়।

মিনিস্টারের পন্য নগদ ও সহজ কিস্তির সুবিধাসহ ফ্রিজের ক্ষেত্রে ১২ বছরের গ্যারান্টি, এলইডি টিভি ৭ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। এ ছাড়া ৬৬% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এবং মিনিস্টার ফ্রিজ বিল্ট ইন স্ট্যাবিলাইজারের সুবিধা রয়েছে। সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, ব্যবসায়ী ডা. শোয়েব আহমেদ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি আমির খসরু, মতলব বাজার বণিক ও জনকল্যান সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন বেপারী, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য হামিদুর রহমান সরকার, ব্যবসায়ী শহিদুল্লাহ, কুদ্দুস সরকার, দুলাল গাজী, জাহাঙ্গীর ফরাজী, নাছির প্রধান, গিয়াস মিজানসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সুধীজন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক