
শরীফুল ইসলাম। আপডেট: ১০:১৭ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
অনিয়মের কারণে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকার আল মানার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো. মহসীন উজ্জ্বরের নেতেৃত্ব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয।
হাসপাতালটিতে নিয়মিত ডিউটি ডাক্তার, প্যাথলজি বিভাগে প্রশিক্ষণ বিহীন ডাক্তার ও পরিস্কার পরিচ্ছন্নাতা না থাকার কারণে প্রাথমিক সতর্কতা হিসেবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো. মহসীন উজ্জল জানান, চাঁদপুর শহরে অধিকাংশ প্রাইভেট হাসপাতালগুলো নিয়মনীতি না মেনে চিকিৎসা সেবা দিচ্ছে এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে। ডিপ্লোমাধারী ডাক্তার ছাড়া প্যাথলজি চালাচ্ছে। শহরের হাসপাতাগুলো নিয়মের মধ্যে না আসা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুর টাইমস-প্রতিনিধি/ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur