Home / চাঁদপুর / চাঁদপুরে আওয়ামী ও যুব মহিলা লীগের মানববন্ধন
চাঁদপুরে আওয়ামী ও যুব মহিলা লীগের মানববন্ধন

চাঁদপুরে আওয়ামী ও যুব মহিলা লীগের মানববন্ধন

চাঁদপুরে জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে দেশব্যাপি সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন রোববার (৭ আগস্ট) সকালে শহরের শপথচত্ত্বরে অনুষ্ঠিত হয়।

আওয়ামী ও যুব মহিলালীগের ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার।

আরো রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কালু, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপক মাসুদা নূর খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সাধারণ সম্পাদিকা ফারহানা রুমা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘ইসলাম মানুষ হত্যাকে প্রশ্রয় দেয়নি। ইসলাম মানবতার কথা বলেছে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করাতে যখন নেতৃত্ব দিেেচ্ছ তখন স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তারা এদেশকে একটি অস্থিতিশিল রাষ্ট্র বানাতে মরিয়া হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।’

এসময় জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে আওয়ামী ও যুব মহিলা লীগের মানববন্ধন

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply