চাঁদপুর অঙ্গীকার ক্রীড়াচক্রের অভিষেক উপলক্ষে সাহিত্য প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে শিশু-কিশোররা দিনব্যাপী চিত্রাংকন, হাতের লেখা ও কবিতা আবৃত্তি প্রতিযোগীয় অংশ নেয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী।
সংগঠনের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও চিত্রাংকন প্রশিক্ষক অভিজিত রায়ে পরিচালনায় বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব আকরাম খান।
অন্যদিকে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. হাসান খান, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যার আবু জাফর মোঃ অলি পাটওয়ারী, ৯নং বালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ডাঃ মোঃ জাহাঙ্গীর, চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক শেখ মহসিন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম ও অঙ্গীকার ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আশীষ সোম।
অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগীদের অভিভাবক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৯:৩৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur