Home / চাঁদপুর / চাঁদপুরে ৯ হাজার ৮’শ মে.টন সার বরাদ্দ
Agri

চাঁদপুরে ৯ হাজার ৮’শ মে.টন সার বরাদ্দ

চাঁদপুর জেলার ৮ উপজেলায় ডিসেম্বরে ৯ হাজার ৮’শ মে.টন সার বরাদ্দ পাওয়া গেছে। এ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) পর্যন্ত বিতরণ হয়েছে ২ হাজা ৮’শ ৮৬ মে.টন। কৃষি স¤্রসারণ অধিদপ্তর চাঁদপুরের দেয়া তথ্যেএ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, জেলায় ১’শ ৬ জন ডিলারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঐ সার বরাদ্দ দিয়েছে। তথ্য অনুযায়ী ইউরিয়া সারের বরাদ্দের পরিমাণ ৮ হাজার ৬’শ ১৪ মে.টন এবং বিতরণ হয়েছে ১ হাজার ৬’শ ৮৭ মে.টন।

টিএসপি বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ৫’শ ৮ মে.টন এবং বিতরণ হয়েছে ৬’শ ৯৭ মে.টন। এমপিও বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ৭’শ ৯৬ মে.টন এবং বিতরণ হয়েছে ৩’শ মে.টন। ডিএমপি পাওয়া গেছে ১ হাজার ৮’শ ৯৩ মে.টন এবং বিতরণ হয়েছে ১’শ ৫৭ মে.টন।

চাঁদপুর জেলায় ৪৫ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী সার ও বীজ মনিটরিং কমিটি কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের বিষয়টি মনিটরিং করছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান ।

প্রতিবেদক
আবদুল গনি
২০ ডিসেম্বর , ২০১৮ বৃহস্পতিবার

Leave a Reply