Home / কৃষি ও গবাদি / চাঁদপুরে ৫ হাজার মিটার জালসহ ৫ জেলে আটক

চাঁদপুরে ৫ হাজার মিটার জালসহ ৫ জেলে আটক

চাঁদপুরে মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১টি জেলে নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত এদের সবাইকে ১বছরের কারাদন্ড প্রদান করেন।

রোববার রাত ৯টায় সদর ভূমি কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই আদেশ দেন।

রোববার বিকেল সাড়ে ৫টায় পর্যন্ত মেঘনা নদীতে নৌ-পুলিশের ইনচার্জ শহীদুল ইসলামের নির্দেশে এএসআই ফারুক ও জসিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১টি জেলে নৌকা সহ ৫ জেলেকে আটক করেছে।

জানা যায় , মেঘনা পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেদারছে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ নিধন করছে।

এ সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ নদীতে অভিযান চালিয়ে জাল ও জেলেদের আটক করে। এদের মধ্যে শুক্কুর আলী (৩৫), আবুল কালাম (১৯), হাকিম আলী (৩০), ইলিয়াছ (২৫) ও আল-আমিন(২২)কে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে দেয়া হয়।

চাঁদপুরে ৫ হাজার মিটার জালসহ ৫ জেলে আটক

About The Author

শাওন পাটওয়ারী

||আপডেট: ১০:১৯  অপরাহ্ন, ২৭ মার্চ ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর