Home / চাঁদপুর / চাঁদপুরে ৪দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
নিখোঁজ

চাঁদপুরে ৪দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হানারচর ইউনিয়নের হরিণা এলাকায় মেঘনা নদীতে নৌকাডুবে নিখোঁজ জেলে সুনু গাজীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ৩১ জানুয়ারি ফেরির ধাক্কায় নৌকাডুবে তিনি নিখোঁজ হন। চারদিন পর আজ শনিবার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নৌ পুলিশ চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের হরিণা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

সুনু গাজী লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া গ্রামের রহিম গাজীর ছেলে। হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে ভাসমান অবস্থায় সুনু গাজীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত মঙ্গলবার গোলাম মাওলানা নামের একটি ফেরির ধাক্কায় ৭ জেলেসহ নৌকাটি ডুবে যায়। ৬ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন সুনু গাজী।

স্টাফ করেসপন্ডেট, ৪ ফেব্রুয়ারি ২০২৩