Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে ৩,৯৫৬ জন মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাচ্ছে
muktijudda ...
প্রতীকী ছবি

চাঁদপুরে ৩,৯৫৬ জন মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাচ্ছে

চাঁদপুরে ৮ উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত ৩ হাজার ৯শ ৫৬ জন বীরমুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাচ্ছেন । চাঁদপুরে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে মুক্তিযোদ্ধা ভাতা একটি ।

১৬ সেপ্টেম্বর চাঁদপুরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতার এ তথ্য সমাজসেবা অধিদপ্তর থেকে জানা গেছে ।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৮ উপজেলায় ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত চাঁদপুরে আরো ৭৫ জনের কোটা শূন্য রয়েছে।

প্রাপ্ত তথ্যমতে ,চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পাচ্ছেন ৬০৫ জন ,কচুয়ার ১২টি ইউনিয়নে ২৬১ জন, শাহরাস্তির ১০টি ইউনিয়নে ৫০৯ জন, হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে ৬২৬ জন, মতলব দক্ষিণের ৬টি ইউনিয়নে ৩২৯ জন ,মতলব উত্তরের ১৫টি ইউনিয়নে ৬৯১ জন ,ফরিদগঞ্জের ১৬ টি ইউনিয়নে ৮০৪ জন ও হাইমচরের ৬টি ইউনিয়নে ১৩১ জন বীরমুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী ভাতার অন্তর্ভূক্ত রয়েছে।

২০২০-২১ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাগণ ১২ হাজার টাকা করে মাসিক সম্মানী ভাতা পাবেন । গত অর্থবছর পর্যন্ত সম্মানী ভাতার পরিমাণ ছিল ১০ হাজার টাকা ।

আবদুল গনি, ১৭ সেপ্টেম্বর ২০২০