বিক্রির জন্য সরকারিভাবে চাঁদপুরে বিভিন্ন প্রকার ৬৩ হাজার ৫শ’ গাছের চারা প্রস্তুত করা হচ্ছে। এ সব চারা আসন্ন বর্ষা মৌসুমে সরকারিভাবে বিক্রি করা হবে বলে জেলা বন সংরক্ষকের কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
চারাগুলোর মধ্যে ২৬ প্রকারের বনজ,ফলজ ও ঔষধি চারা রয়েছে। প্রতিটি চারার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ।
এ সবের মধ্যে রয়েছে -আকাশমণি,মেহগনি,রেইন ট্রি,দেশিয় সব রকমের ফলজ ও ঔষধি বৃক্ষ। এ দিকে মতলব ও ফরিদগঞ্জে ১৯ কি.মি বাগানসৃজন করা উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে মতলবে ৩ কি.মি ও ফরিদগঞ্জে ১৬ কি.মি.।
কর্মরত একজন উপজেলা বন কর্মকর্তা জানান, ‘প্রয়োজনীয় লোকবলের অভাবে জেলা বন বিভাগের প্রশাসনিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। দীর্ঘ দিন যাবত সহকারী বন সংরক্ষক, ৪ টি উপজেলা কর্মকর্তা ও ৮ জন কর্মচারী পদ শূন্য রয়েছে। উপজেলাওয়ারী কোনো প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না।’
প্রতিবেদক : আবদুল গনি
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৫০ পিএম, ০২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ