Home / চাঁদপুর / চাঁদপুরে ২০০০ কেজি জাটকা ইলিশ জব্দ
মেঘনা নদীতে

চাঁদপুরে ২০০০ কেজি জাটকা ইলিশ জব্দ

চাঁদপুর মেঘনা নদীতে লঞ্চে অভিযান করে আনুমানিক ২০০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে চাঁদপুর কোস্টগার্ড ।
৩০ জানুয়ারি  বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার মোঃ দ্বীন ইসলাম ( সিনিয়র  চীফ পেটি অফিসার) এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা  মেঘনা নদীতে  অভিযান পরিচালনা করে।
এসময় অভিযান চালিয়ে আনুমানিক ২০০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এসব জব্দকৃত জাটকা ইলিশ কোস্ট গার্ড স্টেশনে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
পাশাপাশি অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই মাছ বিতরণ করেন। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান বলেন, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেট