চাঁদপুর নৌ-সীমানায় জাটকা নিধন বিরোধী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদের নের্তৃত্বে জেলা টাস্কফোর্স কর্মকর্তা সদর সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আলম অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় চাঁদপুর নৌ- ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাসেদ এদের প্রত্যেকে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে- মোঃ আলমগীর (৩৫), রাকিব (১৮),আনিছ (১৮), মফিজ সরকার (৩০), রাববানি (২৪), মোঃ রাকিব (১৮), রোকন গাজী (২৬), রাকিব(১৯), আল-আমিন (২৫), আরিফ হোসেন (১৮), শাহজাহান গাজী (২৫), আ. কুদদুছ (২০), ছানাউল্লাহ (৩০)।
এদের সকলের বাড়ি সদর উপজেলা বাহাদুরপুর, মতলব, মাহমুদপুর, মহনপুর, ইব্রাহিমপুর, রাজরাজেশ্বর এলাকায়। অভিযান কালে ৫ মণ জাটকা, ২৫ হাজার মিটার কারেন্ড জাল জব্দ করাহয়েছে।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, মার্চ-এপ্রিল ২ মাস পদ্মা-মেঘনা নদীতে অভায়াশ্রম চলাকালীন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ সময় কিছু অসাধু জেলে পদ্ম-মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করছে। বুধবার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ মৎস্য ইনস্টিটিউট সহকারী পরিচালক শাহিদুর রহমান ও পুলিশ বিভাগের এসআই মনছুর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে।
|| আপডেট: ০৮:৪৫ অপরাহ্ন, ১০ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর