হিন্দু সম্প্রদায়ের বিদ্যার্চনার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সরকারি কলেজে পূজা মন্ডপে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করেন। এসময় মন্ডপ পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হোসেন বাহার, পদার্থ বিভাগীয় প্রধান ওমেস চন্দ্র লোথ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান অসিত ভোরণ দাস, সহকারী অধ্যাপক রূপক রায়, ভূগল বিভাগের প্রধান ওয়াহিদুজ্জামান প্রমুখ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ৯: ৫০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur