Home / চাঁদপুর / চাঁদপুরে স্বাস্থ্য বিষয়ক ডিজিটাল সাইনেজ কিয়স্ক ডিসপ্লের উদ্বোধন
স্বাস্থ্য বিষয়ক, হাসপাতাল

চাঁদপুরে স্বাস্থ্য বিষয়ক ডিজিটাল সাইনেজ কিয়স্ক ডিসপ্লের উদ্বোধন

স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চাঁদপুর জেলা সিভিল সার্জনের মাধ্যমে ২৫০ বিশিষ্ট্য সরকারী জেনারেল হাসপাতালে সকল ধরনের স্বাস্থ্য বিষয়ে ডিজিটাল সাইনেজ কিয়স্ক ডিসপ্লের উদ্বোধন হয়েছে।

১৭ জুন বুধবার দুপুর ১টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বাস্থ্য বিষয়ক ডিসপ্লেটি স্থাপন করা হয়।

এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ শাখাওয়াত উল্ল্যাহ, হাসপাতালের (ভারপ্রাপ্ত) ডাঃ এ কে এম, মাহবুবুর রহমান, জেলা বি এম এ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুন্নবী মাসুম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, সহকারী রেজিস্ট্রার (অর্থো ও সার্জারি) ডাঃ মোহাম্মদ ফরিদ আহমেদ চৌধুরী, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের রোগীদের জন্য দুটি নেবুলাইজার প্রদান করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,১৭ জুন ২০২০