Home / চাঁদপুর / চাঁদপুরে স্কুলছাত্রী সাথীর বাড়িতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব
চাঁদপুরে স্কুলছাত্রী সাথীর বাড়িতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব

চাঁদপুরে স্কুলছাত্রী সাথীর বাড়িতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব

চাঁদপুর সদরের বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারীর শাস্তির অপমান সইতে না পেরে ৮ম শ্রেণীর ছাত্রী সাথী আত্মহত্যা ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন সাথীর মা-বাবা ও বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলেন।

শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘চাঁদপুরের এ ঘটনা শুনে আমি অত্যন্ত মর্মাহত-ব্যাথিত হয়েছি। আপনারা জানেন সারাদেশে এখন এসব ঘটনা অহরহ ঘটছে। আমরা চাইনা চাঁদপুরের মত অন্য কোথাও এমন ঘোটনা ঘটুক। যতগুলো যায়গায় এইসব মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখানেই শিক্ষামন্ত্রী মহোদয় ছুটে গিয়েছেন। এখানেও আসার কথা ছিলো কিন্তু কক্সবাজারে একটি আয়োজন থাকার কারণে তিনি এখানে আসতে পারেননি।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘সাথী অত্মহত্যার ঘটনায় যারা জড়িত আছে, তাদের সকলের সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। আমার এখান আসার উদ্দেশ্য হলো, সাথীর পরিবারের সাথে কথা বলা এবং তারা যেনো কোন প্রকার ভয় ভীতির মধ্যে না থাকে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটি কাজ করছে, আমরা চাই পূর্নাঙ্গভাবে তদন্ত করা ও কোনো অপরাধী যাতে ছাড়া না পায়। পকৃত আসামীরা বিচারের আওয়াতায় এসে শাস্তি পাবে।’

তিনি আরো বলেন, ‘সরকার সাথীর পরিবারের সাথে আছে। তাদের যা যা প্রয়োজনীয় আমরা তা করবো। যারা অন্তরালে থেকে হুমকি-ধমকি দেয় তারাও আইনের আওতায় আসবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে সাথীর মা-বাবা সাথে দেখা করতে আনলে তারা কান্নায় ভেঙে পড়ে। তারা শুধু তাদের মেয়ের আত্মহত্যার সাথে যারা জড়িত তাদের ফাঁসির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, শিক্ষা অফিসার শফি উদ্দিন, বাগাদী ইউনিয়য়ের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর প্রেসক্লাবের সবাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

এদিকে সাথীর বাবা দেলোয়ার হোসেন দেলু শেখ বাদী হয়ে গত মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মালায় প্রধান আসামী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাম সহকারী শিক্ষক আলাউদ্দিন মজুমদার ও অফিস সহকারী কাম শিক্ষিকা ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার পর থেকে বিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে ও প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

চাঁদপুরে স্কুলছাত্রী সাথীর বাড়িতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Leave a Reply